সীরাহ কম্বো ১ (ছাত্রদের জন্য)

সীরাহ কম্বো ১ (ছাত্রদের জন্য)

৳ 429.00

মহামানব
অনেকদিন থেকে মনের গহীনে একটি ইচ্ছে লালন করে যাচ্ছিলাম। ভাবছিলাম সিরাত নিয়ে কিছু লিখবো। মহানবির জীবনী নিয়ে কিছু কাজ করবো। এজন্যে বহুদিন যাবত সিরাত ও শামাইলের গ্রন্থগুলো ধারাবাহিকভাবে অধ্যয়ন করে যাচ্ছিলাম। কিন্তু লিখতে গিয়ে আমার খুব ভয় হচ্ছিলো। দীর্ঘদিন আমি সংশয়ের ভেতর ছিলাম। লিখবো কি লিখবো না এ নিয়েই সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম।
আজ থেকে বারো বছর আগের কথা। আমি তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমি লিখবো। তারপর ছোট ছোট করে অনেক কিছু লিখেও ছিলাম। কিন্তু তাকদির সহায় হলো না। যা লিখলাম সবই কোথায় যেন হারিয়ে গেলো। আলহামদুলিল্লাহ, যা কিছু হয় ভালোর জন্যেই হয়।
দুবছর আগে আমি আরেকবার কিছু লেখার চেষ্টা করলাম। সিরাত নিয়ে লেখার জন্যে যখনই আমি কলম হাতে নিতাম আমার সামনে সবকিছু জ্বলজ্বল করে উঠতো। এবারও তা-ই হলো। অবশেষে আল্লাহর অনুগ্রহে কাজটি শেষ হলো। আপনাদের সামনে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, তা সেই চেষ্টারই সুফল। লেখা শুরু করার আগে আমি প্রায় দুমাস ভেবেছি। কেনো যেন সিদ্ধান্ত নিতে আমার খুব কষ্ট হচ্ছিলো। কারণ, হয়তো আমি জানতাম আমার সংর্কীণতার কথা। আমার অযোগ্যতা ও সীমাবদ্ধতার কথা। তবুও আমি লিখতে চাচ্ছিলাম। কারণ সিরাত নিয়ে কিছু একটা লেখার আগ পর্যন্ত আমার ভেতরটা শান্ত হাচ্ছিলো না।
অবশেষে আমি আমার পঠিত সিরাত, শামাইল ও সাহাবিদের জীবনী থেকে কিছু অংশ একত্রিত করলাম। অল্প কয়েকটি পাতায় মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সারনির্যাস তুলে আনার চেষ্টা করলাম। পাঠক এটাকে বলতে পারেন সংক্ষিপ্ত মুহাম্মাদনামা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। লেখার পর মনে হলো, আমি দীর্ঘ দুই যুগ ধরে যা লিখতে চাচ্ছিলাম, তা হয়নি। কিন্তু পাঠক এখানে নবিপ্রেমের সুবাস পাবেন। মহানবির ব্যক্তিত্বের আভা খুঁজে পাবেন।
কে উনি?
এই বইতে সুদৃঢ়, সুপ্রতিষ্ঠিত ইতিহাস থেকেই একের পর এক প্রমাণ করা হবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন নবি ছিলেন। সত্য নবি। সত্যের দিকে আহ্বানকারী আল্লাহর সত্যিকারের একজন বার্তাবাহক, মেসেঞ্জার। একজন ট্রু প্রফেট।এই বইটি পড়ে পাঠক-পাঠিকা গালে হাত দিয়ে ভাবনার অতলে তলিয়ে যাবে, ঘুমাতে পারবে না আর চিন্তায় চিন্তায়। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনীর পাতায় পাতায়, কুরআনের পরতে পরতে তার নবুওয়াতের সত্যতা দেখে নিতে, ভেবে বের করে শেখার চেষ্টা করবে নিজে নিজে। উনাকে অস্বীকার করার আর কোনো ভিত্তিই খুঁজে পাবে না নিজের ভেতরে। মুখে অস্বীকার করলেও, ভেতর থেকে ঠিকই জেনে যাবে, উনি নবি, সত্য নবি। আর উনাকে নবি হিসেবে সত্য জানলেই ইসলামের সত্যতা প্রতিষ্ঠিত হয়ে যায় অন্তরের ভেতর।
মাআল মুস্তফা (সিরাতে রাসূলের সুরভিত পাঠ)
নবিজির জীবনী আমাদের কাছে উন্মুক্ত বই। সেখান থেকে পৃষ্ঠা উলটিয়ে যা ইচ্ছে আমরা পড়তে পারি, শিখতে পারি। প্রতিটি অধ্যায় মণি-মুক্তোয় ভরপুর।পৃথিবীর সকল সেলিব্রেটি অন্তত কিছু না কিছু ‘একান্ত ব্যক্তিগত’ বলে গোপন করে। কিন্তু দেখুন না আমাদের নবিজিকে; সবকিছুই তিনি উন্মুক্ত করেছেন উম্মতের জন্য। নবিজির বহির্জীবন নিয়ে বলেছেন সাহাবিগণ, ঘরের জীবন নিয়ে বলেছেন উম্মুল মুমিনিন। তাঁরা নবিজির জীবনের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করেছেন এবং সেগুলো দুনিয়াবাসীর সামনে তুলে ধরেছেন।কোনো কোনো ক্ষেত্রে আমাদের বাবা-মা কিংবা শিক্ষকের চেয়েও নবিজিকে বেশি জানি। অনেক ক্ষেত্রেই আমরা নিজেদের চেয়েও নবিজিকে বেশি উপলব্ধি করতে পারি এবং ভালোবাসি। আমাদের ধ্যান-জ্ঞান এবং আগ্রহের কেন্দ্রবিন্দু ‘উসওয়াতুন হাসানা’ প্রিয় নবিজি।

৳ 429.00

Buy Now
Add to cart
Category:

Reviews

There are no reviews yet.

Be the first to review “সীরাহ কম্বো ১ (ছাত্রদের জন্য)”

Your email address will not be published. Required fields are marked *

Back to top